শাহরিয়ার সাকিব - রায়পুর, লক্ষ্মীপুর
৬৭৮৯. প্রশ্ন
আমার বন্ধু ছোটবেলা তার নানির দুধ পান করেছে। এখন তার মামাতো বোনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে।
হুজুরের কাছে জানতে চাই, এ দুজনের মধ্যে কি বিবাহ শুদ্ধ হবে?
উত্তর
না, মামাতো বোনকে বিয়ে করা বৈধ হলেও প্রশ্নোক্ত ক্ষেত্রে এ দুজনের মধ্যে বিবাহ বৈধ হবে না। কারণ, ওই ছেলে তার নানির দুধ পান করায় তার নানি তার দুধ-মা আর তার মামা তার দুধ-ভাই হয়ে গেছে। অতএব ওই মেয়েটি তার মামাতো বোন হলেও দুধ-ভাইয়ের মেয়ে হিসেবে তার দুধ-ভাতিজি হয়ে গেছে। আর আপন ভাতিজির সাথে বিবাহ যেমন হারাম, তেমনি দুধ-ভাতিজির সাথেও বিবাহ হারাম। তাই এক্ষেত্রে তার জন্য ওই মেয়েকে বিবাহ করার কোনো সুযোগ নেই।
* >بدائع الصنائع< ৩/৩৯৬ : أثبت الله تعالى الأخوة بين بنات المرضعة وبين المرضع، والحرمة بينهما مطلقا من غير فصل بين أخت وأخت، وكذا بنات بناتها وبنات أبنائها، وإن سفلن؛ لأنهن بنات أخ المرضع وأخته من الرضاعة، وهن يحرمن من النسب، كذا من الرضاعة.
–সহীহ মুসলিম, হাদীস ১৪৪৭; তাফসীরে কুরতুবী ৫/৭২; আলমুহীতুর রাযাবী ৩/৪৭৮; জামিউল মুজমারাত ৩/৫৮৯; মাজমাউল আনহুর ১/৫৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩