আবু সুফিয়ান - নোয়াখালী
৬৭৮৭. প্রশ্ন
আমার দূর সম্পর্কের একজন চাচি আছেন। যিনি ছোটবেলায় আমাকে দুধ পান করিয়েছিলেন। বর্তমানে তিনি বিধবা। আর্থিকভাবেও খুবই কষ্টে আছেন। তাই আমি তাকে যাকাতের টাকা দিয়ে সহায়তা করতে চাচ্ছি।
হুজুরের কাছে জানতে চাই, দুধ-মাকে কি যাকাতের টাকা দেওয়া যায়? তাকে কি আমি আমার যাকাতের টাকা দিতে পারব?
উত্তর
দুধ-মাকে যাকাত দেওয়া জায়েয আছে। তাই আপনার ঐ দুধ-মা যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনি তাকে নিজের যাকাতের টাকা দিতে পারবেন।
* >المبسوط< للسرخسي ১৬/১২৫: لأن الرضاع تأثيره في الحرمة خاصة، وفيما وراء ذلك كل واحد منهما من صاحبه كالأجنبي.
–কিতাবুল আছল ২/১২৪; আলমাবসূত, সারাখসী ৩/১১; আলহাবিল কুদসী ১/২৯৮; আলমুহীতুল বুরহানী ৩/২১২; মি‘রাজুদ দিরায়া ২/৭৬২; ফাতহুল কাদীর ২/২০৯; রদ্দুল মুহতার ২/৩৪৬