জুনাইদ আহমাদ - মোমেনশাহী
৬৭৭৩. প্রশ্ন
আলহামদু লিল্লাহ এ বছর আমার হজে¦ যাওয়ার সৌভাগ্য হয়। হজে¦র দ্বিতীয় দিন নয় তারিখ দিবাগত রাতে আমাদের কাফেলার সবাই আরাফা থেকে মুযদালিফার উদ্দেশ্যে বাসে যাত্রা করে। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যার কারণে সূর্যোদয়ের আগে আমরা মুযদালিফায় পৌঁছতে পারিনি। সূর্যোদয়ের অনেক পর আমাদের বাস মুযদালিফার সীমানায় পৌঁছায়।
এখন প্রশ্ন হল, যথাসময়ে উকূফে মুযদালিফা করতে না পারায় আমাদের হজ্ব আদায়ে কোনো সমস্যা হয়েছে? এবং এর কারণে আমাদের ওপর দম ওয়াজিব হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত কারণে আপনাদের হজে¦র কোনো সমস্যা হয়নি। কেননা যথাসময়ে অর্থাৎ সূর্যোদয়ের আগে পৌঁছতে না পারাটা ওজরবশত ছিল; ইচ্ছাকৃত ছিল না। মুযদালিফায় রওয়ানা হওয়ার পরও রাস্তায় ভিড়ের কারণে ঘটেছে। তাই এ কারণে আপনাদের ওপর কোনো জরিমানা আবশ্যক হবে না। তবে শরীয়তসম্মত ওজর ছাড়া উকূফে মুযদালিফা ছেড়ে দিলে দম আদায় করা আবশ্যক।
* >البحر الرائق< ২/৩৪২ : وصرح في الهداية بسقوطه للعذر، بأن يكون به ضعف أو علة، أو كانت امرأة تخاف الزحام، لا شيء عليه. وسيأتي في الجنايات أن هذا لا يخص هذا الواجب، بل كل واجب إذا تركه للعذر لا شيء عليه، ولم يقيد في المحيط خوف الزحام بالمرأة، بل أطلقه، فشمل الرجل لو مر قبل الوقت لخوفه، لا شيء عليه.
–বাদায়েউস সানায়ে ২/৩২২; আলমুহীতুর রাযাবী ২/১৮০; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ২১৯, ৩৫৭; আদ্দুররুল মুখতার ২/৫১১