মুহাম্মদ ওয়াকার - লালবাগ, ঢাকা
৬৭৭১. প্রশ্ন
আমি ঘর থেকে বের হলে রাস্তার ধুলোবালি থেকে বাঁচার জন্য মাস্ক পরে বের হই। একদিন রাস্তায় নামাযের সময় হয়ে গেলে একটি মসজিদে যাই এবং মাস্ক পরা অবস্থায়ই নামাযে দাঁড়িয়ে যাই। আমার ধারণা ছিল, মাস্ক পরে নামায পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু নামাযের পর আমার পাশের মুসল্লী বললেন, মাস্ক পরে নামায পড়া মাকরূহ।
তাই আমি জানতে চাচ্ছি, আসলেই কি মাস্ক পরে নামায পড়া মাকরূহ?
উত্তর
হাঁ, বিনা ওজরে মুখ ঢেকে নামায পড়া মাকরূহ। হাদীস শরীফে এ থেকে নিষেধ করা হয়েছে।
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত–
أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ السَّدْلِ فِي الصَّلَاةِ، وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ঝুলিয়ে নামায পড়তে নিষেধ করেছেন এবং (নামাযে) মুখ ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ৬৪৩)
অবশ্য কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে মাস্ক পরে নামায পড়লে মাকরূহ হবে না।
* كتاب >الأصل< للشيباني ১/১৩ : قلت: أرأيت الرجل إذا صلى أتكره له أن يغطّي فاه وهو يصلي؟ قال: نعم.
–আলগায়া, সারুজী ৪/১৪৬; আলমুহীতুল বুরহানী ২/১৩৭; মি‘রাজুদ দিরায়া ১/৯০৬; মারাকিল ফালাহ, পৃ. ১৯৩; রদ্দুল মুহতার ১/৬৫২