সফর ১৪৪৭ || আগস্ট ২০২৫

মাহদী হাসান - মুহাম্মদপুর, ঢাকা

৬৭৬৫. প্রশ্ন

জনৈক ব্যক্তি কুরবানীর দিন একটি চাকু দিয়ে ছাগল জবাই করে কাজের ফাঁকে সবাই যখন নাস্তা করতে বসে, তখন সে কাপড় দিয়ে চাকুটি মুছে নেয় এবং তা দিয়ে ফল কেটে খায় অবশ্য সে তা মুছে নেওয়ার দ্বারা তা থেকে রক্ত দূর হয়ে যায়

জানার বিষয় হল, এই চাকুটি না ধুয়ে শুধু মুছে নিয়ে তা দ্বারা ফল কেটে খাওয়া কি জায়েয হয়েছে?

উত্তর

লোহা, গ্লাস ইত্যাদি (মসৃণ বস্তু)-তে নাপাকি লাগলে তা ভালোভাবে মুছে নিলেই পাক হয়ে যায় এসব বস্তু ধোয়া আবশ্যক নয় তাই প্রশ্নোক্ত ব্যক্তির চাকুটি কাপড় দিয়ে মুছে নেওয়ার দ্বারা তা পাক হয়ে গেছে এবং এর দ্বারা ফল কেটে খাওয়াও জায়েয হয়েছে

* >شرح مختصر الكرخي< للقدوري /১৯৯ : وقد قال أصحابنا في النجاسة، إذا وقعت على السيف والمرآة فمسحت، طهرت؛ لأنه جسم صقيل لا يتداخله النجاسة، فإذا مسحت لم يبق منها إلا اليسير الذي لا يعتد به.

আততাজনীস ওয়াল মাযীদ ১/২৮৩; আযযাখিরাতুল বুরহানিয়া ১/৪৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৪২; ফাতহুল কাদীর ১/১৭৪; আদ্দুররুল মুখতার ১/৩১০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন