মুহাররম ১৪৪৭ || জুলাই ২০২৫

আবূ মূসা - ফেনী

৬৭৫৯. প্রশ্ন

আমি ও আমার বড় ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি বাড়ি ছিল তাতে আমাদের উভয়ের সমান মালিকানা ছিল দুই মাস আগে আমরা উভয়ে মিলে বাড়িটি বিশ লক্ষ টাকায় বিক্রি করে দিই কয়েকদিন আগে ক্রেতা আমার বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ির মূল্য বাবদ দশ লক্ষ টাকা পাঠালে সেখান থেকে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে বড় ভাইয়ের কাছে আবেদন করি কিন্তু তিনি বলছেন আমার অ্যাকাউন্টে পাঠানো এই মূল্য আমার অংশের বাকি অনাদায়ী দশ লক্ষ টাকা তোমার অংশের তা পরে তুমি ক্রেতা থেকে বুঝে নিয়ো

জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে আদায়কৃত এ দশ লক্ষ টাকার মালিক কি আমার বড় ভাই এককভাবে হবেন, নাকি তাতে আমারও সমান মালিকানা সাব্যস্ত হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা উভয়েই যেহেতু বাড়িটির সমানভাবে মালিক ছিলেন, তাই ক্রেতা কর্তৃক বাড়িটির মূল্য বাবদ প্রদানকৃত দশ লক্ষ টাকার আপনারা দুজনই সমানভাবে মালিক এ টাকা আপনারা দুজনে সমান পাঁচ লক্ষ টাকা করে নেবেন বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা আসার কারণে সে এর একক মালিক বলে বিবেচিত হবে না তার অ্যাকাউন্টে আসার কারণে পুরো টাকার একক মালিকানা দাবি করা গ্রহণযোগ্য নয়

* >المحيط البرهاني< /৪০০ : كل دين وجب لاثنين على واحد بسبب واحد حقيقة وحكما، كان الدين مشتركا بينهما، فإذا قبض أحدهما شيئا منه، كان للآخر أن يشاركه في المقبوض.

ফাতহুল কাদীর ৫/৩৭৭; ফাতাওয়া তাতারখানিয়া ৭/৫০৬; আলবাহরুর রায়েক ৫/১৬৬; আননাহরুল ফায়েক ৩/২৯৪; আদ্দুররুল মুখতার ৫/৬৪০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন