কুদরতুল্লাহ - ঢাকা
৬৭৫৪. প্রশ্ন
মুহতারাম, আমি আগে থেকেই নানাবিধ রোগে আক্রান্ত ছিলাম। তার ওপর কিছুদিন আগে আমার হার্টের রোগ দেখা দেয়। আমার পক্ষে এখন দাঁড়িয়ে বা বসে নামায আদায় করা সম্ভব নয়। এমনকি কোনো কিছুতে হেলান দিয়ে বসেও নামায আদায় করা সম্ভব নয়। ডাক্তার আমাকে বলেছেন, চেয়ারে বসে নামায পড়তে।
আমার প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি চেয়ারে বসে নামায পড়তে পারব? চেয়ারে বসে নামায পড়লে রুকু-সিজদা কীভাবে করব?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি আপনার পক্ষে দাঁড়িয়ে বা যে কোনো পদ্ধতিতে নিচে বসে এমনকি কোনো কিছুতে হেলান দিয়ে হলেও নামায আদায় করা সম্ভব না হয়, তাহলে আপনি চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন। এক্ষেত্রে আপনি ইশারায় রুকু ও সিজদা আদায় করবেন। রুকুর সময় মাথা যতটুকু নিচু করবেন সিজদার সময় মাথা তার চেয়ে আরেকটু বেশি নিচু করবেন। আর চেয়ারে বসে ইশারায় সিজদা করার সময় হাত হাঁটুতেই রাখবেন। মাটিতে সিজদা করার মতো হাত উঠিয়ে চেহারা বরাবর রাখবেন না। এটি ভুল পদ্ধতি। তদ্রƒপ সিজদার জন্য সামনে টেবিল বা এজাতীয় অন্য কিছু রাখবেন না। এটিও ভুল পদ্ধতি। এসবের কোনো প্রয়োজন নেই।
* كتاب >الأصل< ১/১৮৭ : قلت: أرأيت المريض الذي لا يستطيع أن يقوم، ولا يقدر على السجود، كيف يصنع؟ قال: يومئ على فراشه إيماء، ويجعل السجود أخفض من الركوع.
–সহীহ বুখারী, হাদীস ১১১৭; মুখতাসারু যাওয়াইদিল বায্যার, ইবনে হাজার ১/২৭৫ (বর্ণনা ৪০৪); আততামহীদ ১/১৩৫; আলমাবসূত, সারাখসী ১/২১২; বাদায়েউস সানায়ে ১/২৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৬; আদ্দুররুল মুখতার ২/৯৫