মুহাররম ১৪৪৭ || জুলাই ২০২৫

মাহমুদ হাসান - সদর দক্ষিণ, কুমিল্লা

৬৭৫০. প্রশ্ন

একদিন আমি ছাগলের দুধ দোহন করছিলাম ইত্যবসরে ছাগল মলত্যাগ করা শুরু করে ফলে ২/৪ টি বিষ্ঠা দুধের পাত্রে পড়ে যায় আমি সঙ্গে সঙ্গেই বিষ্ঠাগুলো তুলে ফেলে দেই তাড়াতাড়ি তুলে নেওয়ার কারণে দুধে বিষ্ঠার রং প্রকাশ পায়নি

জানার বিষয় হল, এ দুধ পান করা কি জায়েয হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে পাত্রে পড়া বিষ্ঠাগুলো যেহেতু পরিমাণে সামান্য ছিল এবং পড়ার পর বিলম্ব না করে ফেটে যাওয়ার আগেই তা তুলে নিয়েছেন, তাই ঐ দুধ নাপাক গণ্য হবে না তা পান করতে কোনো অসুবিধা নেই

তবে যদি বিষ্ঠা পরিমাণে বেশি হয়, কিংবা পরিমাণে কম হলেও তৎক্ষণাৎ তা না ওঠানো হয়, যার কারণে বিষ্ঠার রং দুধে প্রকাশ পায় কিংবা তা ফেটে যায়, তাহলে এসব ক্ষেত্রে উক্ত দুধ নাপাক গণ্য হবে সেক্ষেত্রে তা পান করা, বিক্রি করা জায়েয হবে না

الفتاوى من أقاويل المشايخ< (فتاوى النوازل) للسمرقندي ص ১৬ : وسئل أبو نصر عن البعرة تقع في اللبن، فقال: متى يسلم من هذا؟ وعن محمد بن مقاتل أنه سئل عن ذلك، قال: لا بأس به ما لم يظهر فيه اللون. وسئل خلف بن أيوب عن رجل حلب شاة، فوقعت في اللبن بعرة أو بعرتان، فيلقيها من ساعته، قال: لا بأس به. وعن نصير، قال: سألت الحسن بن زياد عن بعر الشاة إذا وقعت في اللبن، قال: إن رمى بها قبل أن تتفتت فيه فلا بأس به.

আলমাবসূত, সারাখসী ১/৮৮; ফাতহুল কাদীর ১/৮৭; আলবাহরুর রায়েক ১/২৩১; শরহুল মুনইয়া, পৃ. ১৬১; আদ্দুররুল মুখতার ১/২২১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন