মুহাররম ১৪৪৭ || জুলাই ২০২৫

যুহাইর মুহাম্মাদ - পল্লবী, ঢাকা

৬৭৪৯. প্রশ্ন

আমাদের মাদরাসার একটি নলকূপ স্থাপনের সময় তার গোড়ায় গরুর গোবর ব্যবহার করা হয় এখন জানার বিষয় হল, ওযু-গোসলে এর পানি ব্যবহার করা যাবে?

উত্তর

নলকূপ স্থাপনের সময় যদি গোবর ব্যবহার করা হয়, তাহলে প্রথমে বিপুল পরিমাণ পানি উঠিয়ে ফেলে দেবে এরপর যদি স্বচ্ছ পানি আসা শুরু হয় এবং গোবর আসা বন্ধ হয়, তাহলে তা পাক বলে গণ্য হবে এবং ওযু-গোসলেরও কাজে তা ব্যবহার করা যাবে

* كتاب >الأصل< للشيباني /৫৬ : قلت: أرأيت الشاة إذا بالت في بئر الماء؟ قال: ينزح ماء البئر كله إلى أن يغلبهم الماء. قلت: وكذلك بول ما يؤكل لحمه وما لا يؤكل لحمه، إذا بال شيء منها في بئر الماء، أمرت أن ينزف ماء البئر كله حتى يغلبهم الماء؟ قال: نعم. قلت: وكذلك أرواثها؟ قال: نعم.

ফাতহুল কাদীর ১/৯১; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩১২; মিনহাতুল খালিক ১/৮৫; আদ্দুররুল মুখতার ১/২১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন