যিলকদ ১৪৪৬ || মে ২০২৫

আতিকুল ইসলাম - চৌদ্দগ্রাম, কুমিল্লা

৬৭২৪. প্রশ্ন

আমাদের বাসার পাশের মসজিদটি অনেক পুরোনো ও জীর্ণ-শীর্ণ হয়ে গেছে এবং তা সম্প্রসারণেরও প্রয়োজন দেখা দিয়েছে তাই কিছুদিন আগে মসজিদটি ভেঙে ফেলা হয় এখন সেখানে নতুন করে মসজিদ নির্মাণের কাজ চলছে আপাতত আমরা পাশের একটি গাড়ির গ্যারেজে নামায পড়ে থাকি গত রমযানে আমি এখানে ইতিকাফে বসি দুই দিন পর এক আলেম বললেন, এখানে ইতিকাফ সহীহ হবে না আমি তার কথা অনুযায়ী সেখান থেকে বের হয়ে যাই এবং ইতিকাফ ভেঙে ফেলি

জানার বিষয় হল, তার কথা কি ঠিক? আমাকে কি এই ইতিকাফের কাযা করতে হবে?

উত্তর

হাঁ, ঐ আলেম ঠিকই বলেছেন ইতিকাফ সহীহ হওয়ার জন্য মসজিদ শর্ত ওয়াকফকৃত মসজিদ ব্যতীত অস্থায়ী নামায-ঘরে ইতিকাফ সহীহ নয় অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত জায়গায় আপনার ইতিকাফ করা সহীহ হয়নি তাই এর কাযাও লাগবে না

* >أحكام القرآن< للجصاص /২৪৩فحصل من اتفاق جميع السلف أن من شرط الاعتكاف الكون في المسجد.

ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪২; ফাতহুল কাদীর ২/৩০৬; আলবাহরুর রায়েক ৫/২৪৯; হাশিয়াতুশ শিলবী ২/২২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন