শাওয়াল-১৪৩২ || সেপ্টেম্বর-২০১১

মুহাম্মাদ জাকির হুসাইন - শরীয়তপুর

২২৮৯. প্রশ্ন

আমি যায়েদের কাছে একটি মোবাইল বিক্রি করেছি। বিক্রির সময় তাকে বলেছিলাম, এখন ভালোভাবে দেখে নাও। কেনার পর কোনো সমস্যা দেখা দিলে ফেরত দিতে পারবে না। সব ধরনের সমস্যা থেকে আমি দায়মুক্ত। আমার কথামতো সে ভালোভাবে দেখে মোবাইলটি নিয়েছে। কিন্তু এখন কিছু সমস্যার কথা বলে তা ফেরত দিতে চায়। জানার বিষয় হল আমার জন্য কি মোবাইলটি ফেরত নেওয়া আবশ্যক?

উত্তর

প্রশ্নের বিবরণ অনুযায়ী  মোবাইলটি ফেরত নেওয়া আপনার জন্য আবশ্যক নয়। কেননা আপনি মোবাইলটির যাবতীয় সমস্যা থেকে দায়মুক্ত হওয়ার শর্তে বিক্রি করেছেন। ক্রেতা যেহেতু এ শর্ত মেনে নিয়েই ক্রয় করেছে তাই এখন কোনো সমস্যার কারণে তা ফেরত নিতে বাধ্য করতে পারবে না। হযরত যায়েদ ইবনে ছাবিত রা. বলেন, যে ব্যক্তি দায়মুক্ত হওয়ার শর্তে কোনো  গোলাম বিক্রি করবে সে যাবতীয় দোষ থেকে দায়মুক্ত হয়ে যাবে।

মুয়াত্তা মুহাম্মাদ পৃ. ৩৩৭; আলমুহীতুল বুরহানী ১০/১৫৬; রদ্দুল মুহতার ৫/৪২; খুলাসাতুল ফাতাওয়া ৩/৬৯; ইতরে হিদায়া, পৃ. ১০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন