শাওয়াল ১৪৪৫ || এপ্রিল ২০২৪

আহমাদ - কুমিল্লা

৬৪২৫. প্রশ্ন

কিছুদিন আগে আমি উমরাহ আদায় করি। তাওয়াফ শেষে ক্লান্ত হয়ে পড়ি। আমি সুস্থ সবলই ছিলাম। হাঁটতে চলতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু ক্লান্তির কারণে তাওয়াফের পর সাঈ করার সময় হুইল চেয়ারে বসে সাঈ সম্পন্ন করি। দেশে আসার পর মসজিদের খতীব সাহেবের সঙ্গে উমরার গল্প করতে গিয়ে একথা বললে তিনি বলেন, আমার ওপর নাকি একারণে দম ওয়াজিব হয়েছে। হুজুরের কাছে জানতে চাচ্ছি, আসলেই কি আমার ওপর দম ওয়াজিব হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

হাঁ, পায়ে হেঁটে সাঈ করতে সক্ষম হওয়া সত্ত্বেও হুইল চেয়ারে বসে সাঈ করার কারণে আপনার ওপর একটি দম ওয়াজিব হয়েছে। কেননা শরীয়তসম্মত ওজর ছাড়া সাঈ পায়ে হেঁটে করা ওয়াজিব। নিছক ক্লান্তির কারণে হুইল চেয়ারে সাঈ করার সুযোগ নেই। ক্লান্তির কারণে আপনি কিছুটা বিলম্বেও সাঈ করতে পারতেন। তাতে কোনো অসুবিধা ছিল না। এখন আপনার কর্তব্য হল, কারো মাধ্যমে হলেও হেরেমের এলাকায় দম হিসেবে কুরবানীর উপযুক্ত একটি ছাগল বা ভেড়া অথবা দুম্বা যবেহ করা।

-বাদায়েউস সানায়ে ২/৩১৯; আলবাহরুল আমীক ৩/১২৯০; আলমাসালিক ফিল মানাসিক ২/৭৫৯; রদ্দুল মুহতার ২/৫০০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন