রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

হুজাইফা ইমরান - যাত্রাবাড়ী, ঢাকা

৬৩০০. প্রশ্ন

গত বছর আমার নানীর ইন্তেকাল হয়েছে। আমার মামা চাচ্ছেন সামনের ঈদুল আযহায় নানীর জন্য ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে একটি খাসি কুরবানী দেবেন। আমার জানার বিষয় হল, মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে যদি কুরবানী দেওয়া হয়, তাহলে তার গোশত কি নিজেরা খেতে পারবে, নাকি তা গরীবদেরকে সদকা করে দেওয়া জরুরি?

উত্তর

মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে কুরবানী করা জায়েয। এবং এর গোশতের বিধান সাধারণ কুরাবনীর মতোই। অর্থাৎ তা নিজে খেতে পারবে, আত্মীয়-স্বজনকে খাওয়াতে পারবে এবং সদকাও করতে পারবে। এর পুরো গোশত গরীবদেরকে সদকা করে দেওয়া জরুরি নয়। তবে মৃত ব্যক্তি যদি তার পক্ষ থেকে কুরবানীর ওসিয়ত করে যায় এবং ওসিয়ত অনুযায়ী তার রেখে যাওয়া সম্পত্তি থেকে কুরবানী করা হয়, তাহলে সেই কুরবানীর গোশত নিজেরা খেতে পারবে না; বরং তা পুরোটা সদকা করে দেওয়া জরুরি।

Ñআলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪৬৯; ফাতাওয়া খানিয়া ৩/৩৫২; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৪৪; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৯৫; ইমদাদুল ফাতাওয়া ৩/৫৩২ 

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন