রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

খোরশিদ আলম - সিলেট

৬২৯৯. প্রশ্ন

আমার ওপর কুরবানী ওয়াজিব। এ বছর আমি কুরবানীর জন্য একটি পশু ক্রয় করি। পরে দেখা গেল যে, সেই পশুটি পাঁচ মাসের গর্ভবর্তী। তাই আমি চাচ্ছি, পশুটি নিজেরা পালার জন্য রেখে দেব। কারণ সেটি তো গর্ভবর্তী। আর কুরবানীর জন্য আরেকটি পশু ক্রয় করব। জানতে চাই, আমি কি এটা করতে পারব?

উত্তর

হাঁ, গর্ভবতী পশুটি পালার জন্য রেখে দিয়ে এর পরিবর্তে অন্য পশু দ্বারাও কুরবানী করতে পারবেন। বরং এক্ষেত্রে গর্ভবর্তী পশু দ্বারা কুরবানী না করাই ভালো। তবে এর পরিবর্তে যে পশুটি কুরবানী করা হবে সেটি যদি পূর্বের পশুর চেয়ে কম মূল্যের হয় তাহলে যে পরিমাণ মূল্য কম হবে সে পরিমাণ টাকা সদকা করে দেবে।

Ñকিতাবুল আছল ৫/৪০৭; আলমাবসূত, সারাখসী ১২/১৩; আলমুহীতুর রাযাবী ৬/৫৭; ফাতাওয়া খানিয়া ৩/৩৫০; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪১৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন