সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

হাবীবুর রহমান মোল্লা - নারায়ণগঞ্জ

৬২৬৪. প্রশ্ন

এক ব্যক্তি উমরার সায়ী করে হলক করা ছাড়াই রুমে চলে যায়। গিয়ে সে ইহরামের কাপড় খুলে লুঙ্গি গেঞ্জি পরে ফেলে। পরে সে জানতে পারে, তার কাজটি ভুল হয়েছে। সে সাথে সাথে লুঙ্গি গেঞ্জি পরিবর্তন করে ইহরামের কাপড় পরিধান করে আবার হোটেল থেকে ইহরাম করে নতুন আরেকটি উমরা করে। তার কাজটি কি ঠিক হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির করণীয় ছিল, ভুল বুঝতে পারার সাথে সাথে মাথা মুণ্ডিয়ে বা চুল ছেঁটে ইহরাম-মুক্ত হয়ে যাওয়া। পূর্বের উমরা থেকে ইহরাম-মুক্ত না হয়ে আরেকটি উমরার ইহরাম করা নাজায়েয হয়েছে। এবং এ কারণে তার উপর কয়েকটি জরিমানা ওয়াজিব হয়েছে। প্রথমত : হলকের আগে ইহরাম অবস্থায় গেঞ্জি পরিধান করার কারণে একটি জরিমানা আবশ্যক হয়েছে। আর তা হল, বারো ঘণ্টা বা তার বেশি সময় কাপড় পড়ে থাকলে একটি দম দিতে হবে। বারো ঘণ্টার কম এক ঘণ্টার বেশি সময় হলে একটি সদাকাতুল ফিতর পরিমাণ আদায় করতে হবে। আর এক ঘণ্টার কম সময় হলে অল্প কিছু সদকা করবে। আর প্রথম উমরা থেকে হালাল হওয়ার পূর্বেই নতুন আরেকটি উমরার ইহরাম করার কারণে একটি জরিমানা দম আবশ্যক হয়েছে। এছাড়া তিনি যেহেতু হেরেমের ভেতর অবস্থান করছিলেন। তাই তার উমরার ইহরামের স্থান ছিল হিল। কিন্তু হিলে না গিয়ে হেরেমের ভেতরে উমরার ইহরাম করার কারণে আরেকটি জরিমানা দম আবশ্যক হয়েছে।

এ পরিস্থিতিতে কোনো আলেম থেকে মাসআলা জেনে সে অনুযায়ী আমল করা আবশ্যক ছিল। তা না করে নিজ থেকে মনগড়াভাবে আমল করা অন্যায় হয়েছে।

-আলজামিউস সাগীর, পৃ. ৯৭; আলমাবসূত, সারাখসী ৪/১২৬, ১৭১; আলমুহীতুর রাযাবী ২/১৪৬; আলবাহরুর রায়েক ২/৩১৯, ৩/৬, ৩/৫২; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৮৩, ২৯২, ৩০০; রদ্দুল মুহতার ২/৪৭৮, ৫৮৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন