সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

মুহাম্মাদ মুখলিছ - পাংশা, রাজবাড়ি

৬২৫৪. প্রশ্ন

আমি একজন হাফেজে কুরআন। প্রতি বছর রমযানে তারাবীহ পড়িয়ে থাকি। প্রায় প্রতি রমযানের প্রথম ১/২ দিন বিতির পড়াতে গিয়ে একটি ভুল হয়ে যায়। তৃতীয় রাকাতে কুনূত না পড়ে অজান্তেই রুকুতে চলে যাই। মুহতারাম হুযুরের নিকট আমার জানার বিষয় হল, বিতির নামাযে কুনূত না পড়ে ভুলে রুকুতে চলে গেলে করণীয় কী? বিষয়টি জানালে উপকৃত হব।

উত্তর

বিতির নামাযে দুআ কুনূত না পড়ে ভুলে রুকুতে চলে গেলে নিয়ম হল, কুনূত পড়ার জন্য পুনরায় দাঁড়াবে না; বরং স্বাভাবিক নিয়মে বাকি নামায পূর্ণ করে শেষে সাহু সিজদা করবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯১; আতাতজনীস ওয়াল মাযীদ ২/৯০; ফাতওয়া সিরাজিয়্যাহ, পৃ. ১৯; আদ্দুররুল মুখতার ২/৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন