সফর ১৪৪৫ || সেপ্টেম্বর ২০২৩

আহমাদ মায়মূন - সাতকানিয়া, চট্টগ্রাম

৬২৫০. প্রশ্ন

প্রতি বছরের ন্যায় এ বছরও রমযানে খতম তারাবীহ পড়িয়েছি। একদিন নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর সিজদা আদায় করলাম। অতঃপর দাঁড়িয়ে বাকি কেরাত পড়ার আগে ভুলে পুনরায় সূরা ফাতিহা পড়ে ফেলি। এবং উক্ত কারণে সাহু সিজদাও করিনি। নামায শেষে মুসল্লীদের কেউ কেউ উক্ত দুই রাকাত নামায পুনরায় পড়ার কথা বললে একজন মাওলানা সাহেব বললেন, নামায সহীহ হয়েছে। উক্ত কারণে সাহু সিজদা ওয়াজিব হয়নি।

জানতে চাই, উক্ত অবস্থায় আসলেই কি সাহু সিজদা ওয়াজিব হয়নি? মাওলানা সাহেব কি ঠিক বলেছেন? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

মাওলানা সাহেব ঠিকই বলেছেন। নামাযে তিলাওয়াতের সিজদা আদায়ের পর সিজদা থেকে উঠে পুনরায় সূরা ফাতিহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই এক্ষেত্রে ইমাম সাহু সিজদা না করে ঠিকই করেছে। উক্ত নামায আদায় হয়ে গেছে। তবে ইচ্ছাকৃত এমনটি করবে না।

-আযযাখীরাতুল বুরহানিয়া ২/২৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৪; আলবাহরুর রায়েক ২/৯৪; হালবাতুল মুজাল্লী ২/৪৪৪; রদ্দুল মুহতার ১/৪৬০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন