যিলকদ ১৪৪৪ || জুন ২০২৩

কাজী আমজাদ হোসেন - নগরকান্দা, ফরিদপুর

৬১৮৮. প্রশ্ন

আমি জানি, কুরবানীর পশুর চামড়া বা তার মূল্য গরীব-মিসকীনদেরকে সদকা করে দিতে হয়। কিন্তু এবার কুরবানীর সময় শুনলাম যে, কুরবানীর পশুর চামড়া নাকি কুরবানীদাতা নিজেও ব্যবহারের জন্য রেখে দিতে পারে। কথাটি কি ঠিক? বিষয়টি ভালোভাবে জানতে চাই।

উত্তর

হাঁ, কুরবানীদাতা চাইলে কুরবানীর পশুর চামড়া নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারবে; তা সদকা করা জরুরি নয়। কিন্তু বিক্রি করে দিলে মূল্য অবশ্যই সদকা করে দিতে হবে

আলমাবসূত, সারাখসী ১২/১৪; বাদায়েউস সানায়ে ৪/২২৫; আলমুহীতুল বুরহানী ৮/৪৭০; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৮৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন