যিলকদ ১৪৪৪ || জুন ২০২৩

মুশাররফ হুসেন - লিংকরোড, কক্সবাজার

৬১৭৬. প্রশ্ন

আলহামদু লিল্লাহ, এবছর আমি হজ্ব করে এসেছি। হজ্ব চলাকালে আরাফাহ থেকে মুযদালিফায় যাওয়ার পথে হোঁচট খেয়ে ডান পায়ের এক আঙ্গুলের নখ উপড়ে যায়। কেবলমাত্র তার একটি পাশই গোশতের সাথে লেগে ছিল। এমতাবস্থায় আমি তা নেইলকাটার দিয়ে কেটে ফেলি। পরে আমাদের মুআল্লিম সাহেবকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এতে সমস্যা নেই। কোনো জরিমানা আসবে না।

জনতে চাই, মুআল্লিম সাহেবের কথা কি ঠিক? জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

হাঁ, ঐ মুআল্লিম ঠিকই বলেছেন। উপড়ে যাওয়া নখটি কেটে ফেলার কারণে আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। কেননা ইহরাম অবস্থায় ভালো নখ কাটা নিষেধ। উপরে যাওয়া নখ কাটা নিষেধ নয়।

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৯০১; আলমাবসূত, সারাখসী, ৪/৭৮; আলমুহীতুর রাযাবী ২/২৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৭৮; আলবাহরুর রায়েক ৩/১২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪৪; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ৩৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন