শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

মুহাম্মাদ সাঈদুর রহমান - কুষ্টিয়া

৬১১৬. প্রশ্ন

আমার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা এমন যে, সবসময় তাঁর পাশে কেউ না কেউ থাকতে হয়, তাঁকে একা রেখে কোথাও যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো এমন হয় যে, শুক্রবারে পাশে আমি ছাড়া কেউ থাকে না। এ অবস্থায় আমার জন্য কি জুমার পরিবর্তে যোহর নামায পড়ার অনুমতি আছে? যদি যোহর পড়ার সুযোগ থাকে তাহলে কখন পড়ব? মসজিদে জুমার নামায শেষ হওয়ার পরে, না আগে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার অসুস্থ বাবাকে একা রেখে জুমার নামায পড়তে যাওয়া যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই আপনার জন্য জুমার নামাযে যাওয়া আবশ্যক নয়। এক্ষেত্রে আপনার জন্য জুমায় না গিয়ে সেখানেই যোহর পড়ার সুযোগ আছে। এক্ষেত্রে আপনার জন্য মসজিদে জুমার নামায শেষ হওয়ার পরই যোহর আদায় করা উত্তম হবে। কেননা ওযরের কারণে যারা জুমায় যেতে পারবে না তাদের জন্য মসজিদে জুমার নামায শেষ হওয়ার আগে যোহর পড়া মাকরূহ তানযীহী।

শরহুল মুনইয়া, পৃ. ৫৪৯; আলগায়াহ শরহুল হেদায়াহ ৪/১৯২; আলজাওহারাতুন নাইয়িরাহ ১/১১৬; হালবাতুল মুজাল্লী ২/৫৩৫; আলবাহরুর রায়েক ২/১৫২, ১৫৪; রদ্দুল মুহতার ২/১৫৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন