শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

তারেক মাহমুদ - খুলনা

৬১১৫. প্রশ্ন

মাঝেমধ্যে আমার এমন হয় যে, চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে ভুলে অন্য সূরা পড়ে ফেলি। এ অবস্থায় কি আমার উপর সাহু সিজদা আবশ্যক? এক ভাই বললেন, সাহু সিজদা আবশ্যক হবে, কারণ সূরা ফাতিহার পর সূরা মিলানোর কারণে রুকু করতে বিলম্ব হয়েছে। সঠিক সমাধান চাই।

উত্তর

চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়লে সাহু সিজদা আবশ্যক হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর সাহু সিজদা আবশ্যক হবে না। তবে কখনো ইচ্ছাকৃত শেষ দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালে অনুত্তম হবে। আর প্রশ্নে ভুলবশত অন্য সূরা পড়লে সাহু সিজদা আবশ্যক হওয়ার যে কথা বলা হয়েছে তা ঠিক নয়।

আলমুহীতুর রাযাবী ১/৩২১; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৬; শরহুল মুনইয়া, পৃ. ৪৬০; আলবাহরুর রায়েক ২/৯৪; রদ্দুল মুহতার ১/৫১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন