শাবান-রমযান ১৪৪৪ || মার্চ-এপ্রিল ২০২৩

মাস্টার মোহাম্মাদ মাসুম - মুরাদনগর, কুমিল্লাহ

৬১০৮. প্রশ্ন

একজন নারীর প্রতি মাসে সাধারণত সাত দিন হায়েয আসে। কখনো কখনো ষষ্ঠ দিনে বন্ধ হয়ে যায়। প্রশ্ন হল, কোনো মাসে ষষ্ঠ দিনে রক্ত বন্ধ হয়ে গেলে কবে থেকে সে নামায শুরু করবে? তার আদত কিন্তু ৭ দিন।

উত্তর

ষষ্ঠ দিনে রক্ত বন্ধ হয়ে গেলে ঐ দিন থেকেই গোসল করে নামায পড়া শুরু করে দেবে। এক্ষেত্রে সপ্তম দিনের অপেক্ষা করবে না। তবে পূর্বের অভ্যাস যেহেতু সাত দিন ছিল তাই সপ্তম দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত সহবাস থেকে বিরত থাকবে।

কিতাবুল আছল ২/৪৩; আলমাবসূত, সারাখসী ৩/২০৮; তাবয়ীনুল হাকায়েক ১/১৭১; আলমুহীতুর রাযাবী ২/৮৬; আদ্দুররুল মুখতার ১/২৯৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন