রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

মুহাম্মাদ শামসুল আলম - আলফাডাঙ্গা, ফরিদপুর

৬১০০. প্রশ্ন

গত রোযার ঈদে আমাদের এলাকায় চার-পাঁচ জন লোক মিলে কয়েকটি গরু যবাই করে। তারা গরু কেনার পর এলাকার যারা ঐ গরুর গোশত নিতে আগ্রহী তাদের অনেকের থেকে অগ্রিম টাকা নিয়ে নেয়। আবার কারো থেকে শুধু গোশত নেওয়ার প্রতিশ্রুতি নেয়। সে সময় তারা এতটুকু বলে যে, কোন্ গরুর দাম কত, তা কত ভাগ করা হবে এবং প্রতি ভাগে তারা কত দাম দেবে। প্রতি ভাগে কী পরিমাণ গোশত হবে- অনুমান করে এর একটি ধারণাও দেয়।

মুফতী সাহেবের কাছে জানতে চাই যে, এভাবে অগ্রিম টাকা নিয়ে গোশত বিক্রি করা বৈধ হবে কি?

উত্তর

প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে অগ্রিম টাকা নিয়ে পরবর্তীতে গোশত দেওয়া জায়েয আছে। এক্ষেত্রে ক্রয়-বিক্রয় সংঘটিত হবে মূলত গোশত প্রদানের সময় ক্রেতার বুঝে নেওয়ার মাধ্যমে। এর আগে বিক্রেতারা যে টাকা সংগ্রহ করেছে তা বিক্রির ওয়াদা হিসাবে ধর্তব্য হবে।

-ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/১৪৯ফাতাওয়া খানিয়া ২/১১৬; আলবাহরুর রায়েক ৫/২৭৪; রদ্দুল মুহতার ৪/৫১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন