রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

তালহা বিন মাসউদ - দোহার, ঢাকা

৬০৯৯. প্রশ্ন

এক বছর আগে আমি আমার ভাইকে দুই লক্ষ টাকা দিয়ে বলি, এই টাকা দিয়ে ব্যবসা শুরু করো। যা লাভ হবে তার অর্ধেক আমার আর অর্ধেক তোমার। এখন সে নিজে ঐ ব্যবসায় ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে চাচ্ছে। হুযুরের কাছে জানতে চাই, এই ৫০ হাজার টাকার লাভ কি আমাদের মধ্যে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে, না অন্য কোনো হারে বণ্টিত হবে? সঠিক মাসআলা জানিয়ে বাধিত করবেন।

উত্তর

মুযারাবা অর্থাৎ একজনের পুঁজি আরেকজনের শ্রম কারবারে শ্রমদাতা বা ব্যবসা পরিচালনাকারী পুঁজিদাতার সম্মতি সাপেক্ষে নিজের টাকাও ব্যবসায় বিনিয়োগ করতে পারে। আর এক্ষেত্রে লাভ বণ্টনের নিয়ম হল, শ্রমদাতা বা ব্যবসা পরিচালনাকারী (মুযারিব) নিজের বিনিয়োগকৃত অংশের পুরো খরচ তার নিজের উপর থাকবে এবং এর লাভও সে এককভাবে পাবে। সেই অংশের লাভে পুঁজিদাতার কোনো অংশ থাকবে না।

সুতরাং আপনার ভাইয়ের ৫০ হাজার টাকার লাভ পুরোটাই সে পাবে। আর আপনার বিনিয়োগকৃত ২ লক্ষ টাকার লাভ আপনি ও আপনার ভাইয়ের মাঝে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে।

-আলমাবসূত, সারাখসী ২২/৪৮; বাদায়েউস সানায়ে ৫/১৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৪১৩; মাজাল্লাতুল আাহকামিল আদলিয়্যা, মাদ্দা : ১৪১৭২; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৩৪৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন