রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

বাদশাহ মিয়া - মোমেনশাহী

৬০৮৫. প্রশ্ন

আমার বাড়ী মোমেনশাহী। এবার রমযানে একদিন রোযা রেখে সকাল দশটার দিকে একটি কাজে বাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হই। পথে এক জায়গায় দুপুর দুইটার দিকে আমার বোনের বাসায় অবস্থান করি। আমার বোন আমাকে বলেন, সফর অবস্থায় তো রোযা না রাখার অনুমতি আছে। তাই কষ্ট হলে রোযা ভেঙে ফেলতে পারতার কথা মতো আমি রোযা ভেঙে ফেললাম।

এখন মুহতারামের নিকট জানার বিষয় হল, ঐ অবস্থায় সফরের কারণে আমার রোযা ভেঙে ফেলাটা কি জায়েয হয়েছে? ঐ রোযার কি কাফফারা আদায় করতে হবে, নাকি শুধু কাযা আদায় করলেই চলবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐদিন সফরের অজুহাতে রোযা ভেঙে ফেলা ঠিক হয়নি। কেননা আপনি ঐ দিনটির শুরুতে মুকীম ছিলেন। আর দিনের শুরুতে মুকীম থাকলে সফরের অজুহাতে রোযা ভাঙা জায়েয নয়। তবে তা ভেঙে ফেলার কারণে কাফফারা আদায় করতে হবে না। শুধু ঐ দিনের রোযার কাযা আদায় করলেই চলবে।

-কিতাবুল আছল ২/১৬৭; ফাতহুল কাদীর ২/২৮৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৭; আলবাহরুর রায়েক ২/২৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬; আদ্দুররুল মুখতার ২/৪৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন