রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

মঞ্জুরুল হক - সিলেট

৬০৮৪. প্রশ্ন

আমি একজন ব্যবসায়ী। প্রতি বছর আমি রমযানে যাকাত দিয়ে থাকি। এবারও তাই করি। কিন্তু যাকাত দেয়ার পর হিসাব করে দেখি, আমার উপর যত টাকা যাকাত এসেছে তার চেয়ে কয়েক হাজার টাকা বেশি দেয়া হয়েছে।

মুহতারামের কাছে জানার বিষয় হল, এ বছর যে পরিমাণ টাকা বেশি দেয়া হয়েছে তা আগামী বছর যাকাত দেয়ার সময় হিসাবে ধরতে পারব কি না?

উত্তর

হাঁ, যে পরিমাণ টাকা যাকাত হিসেবে অতিরিক্ত দেওয়া হয়েছে তা আগামী বছরের অগ্রীম যাকাত হিসেবে ধরতে পারবেন। সুতরাং সে পরিমাণ টাকা আগামী বছরের যাকাত থেকে কর্তন করতে পারবেন।

-জামে তিরমিযী, হাদীস ৬৮৭; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ১২৩; আলমুহীতুর রাযাবী ১/৫৩৬; আততাজনীস  ওয়াল মাযীদ ২/৩৩১; আলবাহরুর রায়েক ২/২২৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৬; রদ্দুল মুহতার ২/২৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন