রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

আফযাল - ঢাকা

৬০৭৫. প্রশ্ন

আমি রমযানে আমাদের মহল্লার মসজিদে তারাবীর নামায পড়াই। কখনো বাইরে গেলে বাসে বসে তারাবীর পড়া ইয়াদ করি। অনেক সময় একটি সিজদার আয়াত একাধিকবার তিলাওয়াত করা হয়। আমি জানি যে, একটি সিজদার আয়াত এক মজলিসে একাধিকবার তিলাওয়াত করলে একটি সিজদা ওয়াজিব হয়। কিন্তু ভিন্ন ভিন্ন মজলিসে তিলাওয়াত করলে একাধিক সিজদা ওয়াজিব হয়।

মুহতারামের নিকট জানার বিষয় হল, চলন্ত বাসে বসে একটি সিজদার আয়াত একাধিকবার তিলাওয়াত করা হলে তো প্রতিবার ভিন্ন ভিন্ন জায়গায় তিলাওয়াত করা হয়। তাই এক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিজদা ওয়াজিব হবে, না একটি সিজদা ওয়াজিব হবে? আশা করি জানাবেন।

উত্তর

বাসের ভেতর থাকা অবস্থায় একটি সিজদার আয়াত একাধিকবার তিলাওয়াত করলেও একটি সিজদাই ওয়াজিব হবে। চাই বাস চলন্ত হোক বা থেমে থাকুক। কারণ বাস চলতে থাকলেও যাত্রী বাসের ভেতরে থাকলে একই মজলিসে আছে বলে ধর্তব্য হবে।

-আলমাবসূত, সারাখসী ২/১৪; বাদায়েউস সানায়ে ১/৪৩৩; তাবয়ীনুল হাকায়েক ১/৫০৪; মাজমাউল আনহুর ১/২৩৫; আদ্দুররুল মুখতার ২/১১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন