রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

আসিম মাহমুদ - কক্সবাজার

৬০৭০. প্রশ্ন

কয়েকদিন আগে আমি এশার নামাযের উদ্দেশ্যে মসজিদের দিকে রওয়ানা দিই। মসজিদে প্রবেশের পূর্বে হঠাৎ দেখি, পায়ের ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে। টিস্যু দিয়ে মুছে ফেলার পর রক্ত বন্ধ হয়ে গেলে আমি পুনরায় ওযু করে নামায আদায় করি। জানতে চাচ্ছি, পুনরায় ওযু করা প্রয়োজন ছিল কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে পুনরায় ওযু করা ঠিক হয়েছে। কারণ ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ার দ্বারাই আপনার ওযু ভেঙে গেছে। মামার রাহ. বলেন-

عَنْ قَتَادَةَ فِي الرَّجُلِ يَخْرُجُ مِنْهُ الْقَيْحُ وَالدَّمُ، فَقَالَ: تَوَضَّأُ مِنْ كُلِّ دَمٍ أَوْ قَيْحٍ سَالَ أَوْ قَطَرَ.

কাতাদাহ রাহ.-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল, যার ক্ষতস্থান থেকে রক্ত, পুঁজ বের হয়েছে। তিনি বললেন, রক্ত, পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে বা ফোঁটা ফোঁটা রক্ত পড়লে ওযু করতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৫৪৯)

-কিতাবুল আছল ১/৪৪; আলমাবসূত, সারাখসী ১/৭৬; ফাতাওয়া খানিয়া ১/৩৬; বাদায়েউস সানায়ে ১/১২২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৯; আদ্দুররুল মুখতার ১/১৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন