জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

মুহাম্মাদ আলআমিন - মুরাদনগর, কুমিল্লা

৬০৫৪. প্রশ্ন

আমার বড় চাচার কোনো সন্তান নেই। তার একটি জমি আছে। এটা মোট ২ কাঠা। আমাদের বংশের নিজস্ব কোনো কবরস্থান না থাকায় আমার চাচা ঐ জমি তার মৃত্যুর পর আমাদের বংশের কবরস্থানের জন্য ওয়াকফ করতে ওসিয়ত করেন এবং ঐ জায়গায় তাকে দাফন করতে বলেন। আমার চাচা আলহামদু লিল্লাহ এখনো জীবিত আছেন। কিছুদিন আগে আমার চাচি মারা যান। তাকে ঐ স্থানে দাফন করা হয়। এখন এলাকার এক লোক কবরস্থানের ঐ জায়গার ২ কাঠা থেকে এক কাঠা ক্রয় করার মাধ্যমে অংশীদার হতে চাচ্ছেন। যাতে পরবর্তীতে আমাদের কেউ তাদেরকে ঐ কবরস্থানে দাফন করতে বাধা প্রদান করতে না পারে।

এখন জানার বিষয় হল, আমার চাচা কি ঐ ওসিয়তকৃত জমি থেকে এক কাঠা বিক্রি করতে পারবে?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার চাচা উক্ত জমি যেহেতু তার মৃত্যুর পর ওয়াকফ করার ওসিয়ত করেছেন তাই তার জীবদ্দশায় উক্ত জমি তার নিজ মালিকানাধীন সম্পদের অন্তর্ভুক্ত। সুতরাং তিনি চাইলে তার জীবদ্দশায় উক্ত জমি থেকে এক কাঠা বা যতটুকু ইচ্ছা বিক্রি করতে পারবেন।

-কিতাবুল আছল ৫/৫২৭; আলমাবসূত, সারাখসী ২৭/১৬২; মুখতারাতুন নাওয়াযিল ৪/৩৫৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৪৮; রদ্দুল মুহতার ৬/৬৫৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন