জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

আশফাকুর রহমান - দৌলতপুর, কুষ্টিয়া

৬০২০. প্রশ্ন

আমার একটি মুদি দোকান আছে। আমি আগে ওই দোকানের ব্যবসার টাকা সুদে লাগাতাম। এভাবে আমি বেশ টাকা-পয়সার মালিক হয়ে যাই। তখন আমি ওই টাকা দ্বারা হজ্ব করি। আলহামদু লিল্লাহ, এখন আমি সুদের কারবার ছেড়ে দিয়েছি। এখন আমি দ্বীনের ওপর চলার এবং হালালভাবে উপার্জনের চেষ্টা করছি।

হুজুরের কাছে জানতে চাই, পূর্বে হারাম টাকা দ্বারা যেই হজ্ব করেছি আমার সেই হজ্ব কি আদায় হয়েছে, নাকি এখন আমাকে আবার হজ্ব আদায় করতে হবে?

উত্তর

হজ্ব ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর ভেতর দৈহিক এবং আর্থিক ইবাদত উভয়টি রয়েছে। তাই হজ্বের টাকা অবশ্যই হালাল হতে হবে। হারাম টাকা দ্বারা হজ্ব করলে যদিও হজ্ব হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তা কবুল হবে না। কেননা, হারাম অপবিত্র। আর হাদীসে এসেছে, আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র ব্যতীত গ্রহণ করেন না।

সুতরাং হালাল অর্থ থাকলে হজ্বে খরচকৃত ঐ পরিমাণ টাকা সদকা করে দিতে পারেন। এছাড়া কবুল হজ্বের আশায় পুনরায় হালাল টাকা দ্বারা হজ্ব আদায় করতে পারেন।

-সহীহ মুসলিম, হাদীস ১০১৫; ফাতহুল কাদীর ২/৩১৯; আলবাহরুর রায়েক ২/৩০৯; গুনয়াতুন নাসিক, পৃ. ২১; ফতাওয়া হিন্দিয়া ১/২২০; রদ্দুল মুহতার ২/৪৫৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন