জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

রাশেদ হাসান - সাতকানিয়া, চট্টগ্রাম

৬০১৫. প্রশ্ন

আমি একজন ফিড ব্যবসায়ী। গত কয়েক বছর আগে ফিস ফিড ও লেয়ার ফিডের নিজস্ব কারখানা তৈরির পরিকল্পনা করি এবং এক একর জায়গা কিনে সেখানে ভবন নির্মাণ করি। তারপর প্রয়োজনীয় মেশিনারিজ ও কাঁচামাল কিনে কারখানা চালু করি। এখন হুজুরের নিকট জানার বিষয় হল, আমার কারখানার জায়গা, ভবন ও মেশিনারিজের যাকাত দিতে হবে কি না? এবং কারখানায় পণ্য উৎপাদনের জন্য মজুদকৃত কাঁচামালের উপর যাকাত ফরয হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কারখানার জায়গা, ভবন ও মেশিনারিজের যাকাত দিতে হবে না। তবে কারখানায় উৎপাদিত পণ্য এবং পণ্য উৎপাদনের জন্য মজুদকৃত কাঁচামাল যাকাতযোগ্য সম্পদ। অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে বছর শেষে এগুলোরও যাকাত দিতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৩/১৬৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; বাদায়েউস সানায়ে ২/৯৫; আলবাহরুর রায়েক ২/২০৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৯২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন