জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

আবদুল্লাহ জাবিদ - ফেনী

৬০১৩. প্রশ্ন

কোনো ব্যক্তি যদি রমযানের আগে সদকায়ে ফিতর আদায় করে দেয়, তাহলে কি তার ফিতরা আদায় হয়ে যাবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

রমযানের আগে সদকায়ে ফিতর আদায় করলেও কোনো কোনো ফকীহের মতে তা আদায় হয়ে যাবে। তবে রমযানের আগে আদায়ের ব্যাপারে যেহেতু ফকীহদের মাঝে মতানৈক্য রয়েছে এবং হাদীসে ঈদুল ফিতরের আগে আদায়ের তাকীদ এসেছে, তাই ইচ্ছাকৃত রমযানের আগে আদায় না করা উচিত।

-আলমাবসূত, সারাখসী ৩/১১০; আলমুহীতুর রিযাবী ১/৫৭৭; বাদায়েউস সানায়ে ২/২০৭; ফাতাওয়া খানিয়া ১/২৩১; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৪; আদ্দুররুল মুখতার ২/৩৬৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন