জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

আহমাদ মারযূক - নেত্রকোণা

৬০০৪. প্রশ্ন

আমি একদিন চার রাকাতবিশিষ্ট সুন্নত নামাযের প্রথম রাকাতে সূরা ফাতেহার পর অন্য সূরা মিলাতে ভুলে যাই। একই নামাযের প্রথম বৈঠকে ভুলে তাশাহহুদের পর দরূদ শরীফ পড়ে ফেলি। এরপর নামাযের শেষে একটি সাহু সিজদা আদায় করি। আমি জানতে চাচ্ছি, আমার উক্ত দুটি ভুলের জন্য একটি সাহু সিজদা আদায় করা কি যথেষ্ট হয়েছে, নাকি দুটি আদায় করা আবশ্যক ছিল?

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা একটি করে ঠিকই করেছেন। কেননা সাহু সিজদা ওয়াজিব হওয়ার মতো একাধিক ভুল হলেও একটি সাহু সিজদাই সবগুলোর জন্য যথেষ্ট। এক নামাযে একাধিক সাহু সিজদা করার বিধান নেই। তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

عَنْ إبْرَاهِيمَ؛ فِي الرَّجُلِ يَسْهُو مِرَارًا فِي صَلاَتِهِ، قَالَ : تُجْزِئهِ سَجْدَتَانِ لِجَمِيعِ سَهْوِهِ.

নামাযে একাধিক ভুলের জন্য দুটি সিজদাই (অর্থাৎ একবার সাহু সিজদা) যথেষ্ট। (মুসান্নাফে ইবনে আবী শাইবা বর্ণনা ৪৫৯১)

-কিতাবুল আছল ১/১৯৮; আলমাবসূত, সারাখসী ১/২২৪; বাদায়েউস সানায়ে ১/৪২২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩; আলবাহরুর রায়েক ২/৯৮; রদ্দুল মুহতার ২/৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন