জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

খালেদ মাহমুদ - রংপুর

৫৯৯৫. প্রশ্ন

গতকাল আমি দুপুরের খাবার খেয়ে খিলাল করতে করতে মসজিদে যাই। ওযু শেষে থুথু ফেললে দেখি, রক্তে থুথু লাল হয়ে গেছে। আমি কুলি করে নামাযে দাঁড়িয়ে যাই। নামায শেষে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার নামায হয়নি; ওযু করে পুনরায় নামায পড়তে হবে। জানার বিষয় হল, ইমাম সাহেবের কথা কি ঠিক? জানালে উপকৃত হব।

উত্তর

হাঁ, ইমাম সাহেব ঠিকই বলেছেন। আপনার উক্ত নামায হয়নি। কারণ থুথুর সাথে রক্ত বের হলে রক্তের পরিমাণ যদি সমান বা বেশি হয়, অর্থাৎ থুথু যদি লাল হয়ে যায় তাহলে ওযু ভেঙে যায়। প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার থুথু রক্তে লাল হয়ে গিয়েছিল তাই আপনার ওযু ভেঙে গেছে। সুতরাং উক্ত নামাযটি পুনরায় আদায় করে নেয়া জরুরি।

-কিতাবুল আছল ১/৪৪; আলমাবসূত, সারাখসী ১/৭৭; মুখতারাতুন নাওয়াযিল ১/২০৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৪৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৯৪; আদ্দুররুল মুখতার ১/১৩৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন