রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

আহমাদুল্লাহ - ফেনী

৫৮৮৪. প্রশ্ন

আমি গত বছর হজ্ব করতে যাই। আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশ্যে রওয়ানা হই। সেখানে অবস্থান করার সময় কয়েকটি কালো পিঁপড়া আমার পায়ে কামড় দেয়। আমি তখন পা ঝেড়ে সেগুলোকে ফেলে দিয়ে পা দিয়ে ঘষে মেরে ফেলি। জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় উক্ত কাজ করার কারণে আমার উপর কি কিছু ওয়াজিব হয়েছে?

উত্তর

উক্ত পিঁপড়াগুলো যেহেতু কামড়ায় তাই মেরে ফেলা অন্যায় হয়নি এবং ইহরাম অবস্থায় মেরে ফেলার দ্বারা কোনো জরিমানাও ওয়াজিব হয়নি। লাইস রাহ. থেকে বর্ণিত-

رَأَى مُجَاهِدًا، وَهُوَ بِعَرَفَةَ لَسَعَتْهُ نَمْلَةٌ فِي صَدْرِهِ فَحَدَبَهَا حَتّى قَطَعَ رَأْسَهَا فِي صَدْرِهِ.

তিনি মুজাহিদ রাহ.-কে আরাফার ময়দানে দেখেছেন- একটি পিঁপড়া তার বুকে কামড় দেওয়ার পর তা ধরে মেরে ফেলেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৮৪৩৪)

-আলজামেউস সাগীর, পৃ. ১৫৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৮৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৫৯; আলবাহরুল আমীক ২/৯০৩; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৮৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন