রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

হুসাইন আহমাদ - মাগুরা

৫৮৭১. প্রশ্ন

আমি দোকানে টাইপের কাজ করি। বিভিন্ন সময় কুরআনের আয়াতও টাইপ করতে হয়। সেদিন টাইপ করার সময় এক ভাই আমাকে বলল, সিজদার আয়াত মুখে উচ্চারণ না করে শুধু টাইপ করলে সিজদা ওয়াজিব হয় না। বিষয়টা আমার কাছে কেমন লাগছে।

তাই জানতে চাই, আসলেই কি সিজদার আয়াত টাইপ করার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না? জানালে উপকৃত হব।

 

উত্তর

না, সিজদার আয়াত মুখে উচ্চারণ না করে শুধু টাইপ করা বা লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। কেননা, শুধু লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।

-ফাতাওয়া খানিয়া ১/১৫৭; আলমুহীতুল বুরহানী ২/৩৬২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩; রদ্দুল মুহতার ২/১০৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন