সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

আবদুল মুহাইমিন - শরীয়তপুর

৫৮৩১. প্রশ্ন

আমরা জানি নাভির নিচের পশম কাটতে হয়। প্রশ্ন হল, কতদিন পর পর কাটতে হয়?

উত্তর

বগল ও নাভির নিচের পশম ইত্যাদি প্রতি সপ্তাহে একবার কাটা উচিত। তা না পারলে অন্তত পনেরো দিনে একবার কাটবে। কোনো কারণে বিলম্ব হলে ৪০ দিনের আগে আগে অবশ্যই কাটবে। কারণ ৪০ দিনের বেশি বিলম্ব করা নিষেধ। আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

وُقِّتَ لَنَا فِي قَصِّ الشّارِبِ، وَتَقْلِيمِ الْأَظْفَارِ، وَنَتْفِ الْإِبِطِ، وَحَلْقِ الْعَانَةِ، أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً.

নখ, গোঁফ কাটা এবং বগল ও নাভির নিচের পশম ইত্যাদি কাটার ব্যাপারে আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে, আমরা যেন সেগুলো ৪০ দিনের অধিক রেখে না দিই। (সহীহ মুসলিম, হাদীস ২৫৮; সুনানে নাসায়ী, হাদীস ১৫৮)

-শরহে মুসলিম, নববী ৩/১৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন