সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

মাওলানা মুহাম্মাদ তাকি - চট্টগ্রাম

৫৮০৬. প্রশ্ন

আমি এক মসজিদের ইমাম। মাঝেমধ্যে আমার কিছু পরিচিত মুসল্লি তাদের নবজাতক সন্তানের কানে আযান দেওয়ার জন্য নিয়ে যায়। দুয়েকদিন আগেও একজন মুসল্লী আমাকে দিয়ে তার সন্তানের কানে আযান দেওয়ায়। তখন হঠাৎ আমার মনে প্রশ্ন জাগে যে, সাধারণত আযান দেওয়ার সময় আমরা حي على الصلاة এবং حي على الفلاح বলার সময় ডানে-বামে মুখ ফিরাই। তো নবজাতকের কানে আযান দেওয়ার সময়ও কি ডানে-বামে মুখ ফেরাতে হবে। বিষয়টির শরয়ী হুকুম জানালে অনেক উপকৃত হব।

উত্তর

হাঁ, নবজাতকের কানে আযান দেওয়ার ক্ষেত্রেও حي على الصلاة বলার সময় ডান দিকে এবং حي على الفلاح বলার সময় বাম দিকে মুখ ফেরানো মুস্তাহাব।

-আলমুহীতুল বুরহানী ২/৮৮; জামেউর রুমূয ১/১২৩; আলবাহরুর রায়েক ১/২৫৮; মাজমাউল আনহুর ১/১১৬; রদ্দুল মুহতার ১/২৮৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন