মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

মুহাম্মাদ খায়রুল বাশার - ঝালকাঠি

৫৭৯২. প্রশ্ন

আমরা পথে-ঘাটে বিভিন্ন সময় টাকা বা কোনো বস্তু পড়ে থাকতে দেখি। কিন্তু ব্যস্ততার করণে কিংবা তা উঠিয়ে নিলে মালিকের সন্ধান করতে হবে, এলান করতে হবে ইত্যাদি ঝমেলার কারণে  উঠিয়ে নেই না। আবার এটাও মনে আসে যে, উঠিয়ে না নিলে পড়ে থেকে তা নষ্ট হবে বা অবিশ্বস্ত কারো হাতে চলে যাবে। এমন অবস্থায় আমার করণীয় কী? তা উঠিয়ে নেওয়া কি আমার দায়িত্ব?

উত্তর

পড়ে থাকা টাকা বা বস্তু নেওয়ার ক্ষেত্রে আপনি যদি মালিকের সন্ধান করতে পারবেন বলে নিজের উপর আস্থাশীল হন আর এক্ষেত্রে পড়ে থাকা বস্তুটি যদি এমন হয় যে, তা উঠিয়ে না নিলে নষ্ট হয়ে যাবে বা অবিশ^স্ত কারো হাতে চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তা উঠিয়ে নেওয়া আপনার উপর ওয়াজিব। কিন্তু যদি তা নিজে উঠিয়ে নিলে তসরুফ করার আশঙ্কা হয় তাহলে তা না ওঠানোই উচিত।

-আলমুহীতুল বুরহানী ৮/১৬৬; আলইখতিয়ার ২/৪৮৯; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৩৪; ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৯; আলবাহরুর রায়েক ৫/১৫০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন