মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

সাদেকুর রহমান - বসিলা, ঢাকা

৫৭৮৫. প্রশ্ন

বেশ কিছুদিন আগে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যায়। তখন অনেক খোঁজার পর না পেয়ে আমি মান্নত করি, যদি আমি ঐ কাগজগুলো পেয়ে যাই তাহলে আমাদের এলাকার এতীমখানায় ৫০০০/- সদকা করব। কিন্তু এর পরও আমি কাগজগুলো পাইনি। তাই নিজের থেকেই কৃত মান্নত অনুযায়ী ৫০০০/- টাকা ঐ এতীম খানায় সদকা করি এই মনে করে যে, যদি এর বদলে আমি ঐ কাগজগুলো পেয়ে যাই। আলহামদু লিল্লাহ, অল্প কিছুদিন হল কাগজগুলো পেয়েছি।

মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, আমি যে ৫০০০/- টাকা আগে সদকা করেছি এর দ্বারা আমার কৃত মান্নত আদায় হয়েছে কি না?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ঐ কাগজগুলো পাওয়ার আগেই ৫০০০/- টাকা সদকা করেছেন তাই তা দ্বারা আপনার কৃত মান্নত আদায় হয়নি। সুতরাং কাগজগুলো পাওয়ার পর আপনার উক্ত মান্নত পূরণের জন্য ৫০০০/- টাকা সদকা করতে হবে।

-আলমাবসূত, সারাখসী ৩/১২৯; আলমুহীতুল বুরহানী ৬/৩৫৯; বাদায়েউস সানায়ে ৪/২৪৫; আলবাহরুর রায়েক ২/৫৮; ফাতাওয়া হিন্দিয়া ২/২১০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন