মুহাররম ১৪২৮ || ফেব্রুয়ারি ২০০৭

মুহাম্মাদ গোলাম মোস্তফা - দিলালপুর, মুরাদনগর, কুমিল্লা

৯০০. প্রশ্ন

স্থানান্তরযোগ্য মাল দেখে-শুনে ক্রয় করার পর হস্তগত হওয়ার আগে বিক্রি করলে জায়েয হবে কি না শরীয়তের বিধান জানতে চাই।

উত্তর

ক্রয়ের আগে পণ্য  দেখা আর খরিদ করার পর পণ্য  হস্তগত করা এক কথা নয়। তাই কোনো পণ্য ক্রয় করার পর প্রচলিত নিয়মে তা হস্তগত করার আগে পুনরায় তা বিক্রি করা জায়েয নয়। অবশ্য ক্রেতা স্বয়ং বুঝে না নিয়ে প্রতিনিধির মাধ্যমেও হস্তগত করতে পারে।

-সহীহ বুখারী ১/২৮৬; সহীহ মুসলিম ২/৫; আলবাহরুর রায়েক ৬/১১৬; ফাতহুল কাদীর ৬/১৩৬; বাদায়েউস সানায়ে ৪/৩৯৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন