মুহাররম ১৪২৮ || ফেব্রুয়ারি ২০০৭

মুহাম্মাদ শাহাদাত হুসাইন - নরসিংদী

৮৯১. প্রশ্ন

আমি বর্তমানে মাদরাসায় পড়ি। মাদরাসায় পড়ার আগে পাখি শিকার করতাম। এখনও মাদরাসা ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে পাখি শিকার করি। জানার বিষয় হচ্ছে পাখি শিকার করা আমার জন্য ঠিক হচ্ছে কি না? এবং পাখি শিকার করে খাওয়া ঠিক কি না? জানালে উপকৃত হব।

উত্তর

ব্যক্তি মালিকাধীন নয় এমন হালাল পাখি শিকার করা এবং তা খাওয়া জায়েয কিন্তু যদি এ ধরনের পাখি শিকার করা সরকারিভাবে নিষিদ্ধ হয়ে থাকে তবে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে।

-আলবাহরুর রায়েক ৮/২২০; রদ্দুল মুহতার ৬/৪৬১-৬২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪১৭-৪১৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন