মুহাম্মাদ আফযাল - বরিশাল
৫৬৮৭. প্রশ্ন
একবার আমি রোযা অবস্থায় ট্রেনে সফর করছিলাম। আমার পাশের সিটে এক হিন্দু ব্যক্তি সিগারেট পান করছিল। তার সিগারেটের ধোঁয়া মাঝেমধ্যে অনিচ্ছাকৃতভাবে আমার নাক-মুখ দিয়ে গলায় প্রবেশ করে। আমার জানার বিষয় হল, অনিচ্ছাকৃতভাবে সিগারেটের ধোঁয়া গলায় প্রবেশ করার দ্বারা কি আমার রোযা ভেঙে গেছে?
উত্তর
রোযাদার ব্যক্তির নাক বা মুখ দিয়ে ধোঁয়া চলে গেলে রোযার কোনো ক্ষতি হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উক্ত রোযার কোন ক্ষতি হয়নি। তা সহীহ হয়েছে।
প্রকাশ থাকে যে, রোযাদার ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নাক বা মুখ দিয়ে ধোঁয়া টেনে নেয় তাহলে রোযা ভেঙে যাবে।
-কিতাবুল আছল ২/১৭২; বাদায়েউস সানায়ে ২/২৩৮; মুখতারাতুন নাওয়াযেল ১/৪৭৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৯; তাবয়ীনুল হাকায়েক ২/১৭১; আদ্দুররুল মুখতার ২/৩৯৫