হালিমা সুলতানা - বাসাবো, ঢাকা
৫৬৮৩. প্রশ্ন
আমি শাওয়াল মাসে রমযানের কাযা রোযা রাখি এবং এর সাথে শাওয়ালের ছয় রোযারও নিয়ত করি। আমি জানতে চাচ্ছি যে, এভাবে নিয়ত করার দ্বারা আমার রমযানের কাযা আদায় হবে কি? এবং আমি শাওয়ালের ছয় রোযার সওয়াব কি পাবো?
উত্তর
রমযানের কাযা রোযার সঙ্গে শাওয়ালের ছয় রোযার নিয়ত করার দ্বারা কেবল রমযানের কাযা আদায় হয়েছে, শাওয়ালের ছয় রোযা আদায় হয়নি। কেননা, একসাথে কাযা ও নফল রোযার নিয়ত করলে শুধু কাযা আদায় হয়; নফল আদায় হয় না।
-বাদায়েউস সানায়ে ১/৪৪০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫১; আতাজনীস ওয়াল মাযীদ ২/৩৭২; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৩; রদ্দুল মুহতার ২/৩৭৯