শাবান-রমযান ১৪৪৩ || মার্চ-এপ্রিল ২০২২

হাফসা জান্নাত - হবিগঞ্জ, সিলেট

৫৬৬০. প্রশ্ন

এবার রমযানে আমার ছোট বোন গুরুতর অসুস্থ হওয়ায় আমাকে এক ব্যাগ রক্ত দিতে হয়। আলহামদু লিল্লাহ, বুঝ হওয়ার পর থেকে আমি কখনো রোযা ভাঙিনি। তাই ঐদিন রক্ত দেওয়ার পরও আমি রোযা ভাঙিনি। তখন আমাকে কেউ কেউ বলল, রক্ত বের হলে যেমন ওযু ভেঙে যায়, তেমনি রোযাও ভেঙে যায়।

 

মুহতারামের কাছে জানতে চাই, বাস্তবেই কি রক্ত দেওয়ার দ্বারা রোযা ভেঙে যায়? জানালে উপকৃত হব।

উত্তর

না, রক্ত দিলে রোযার ক্ষতি হয় না। তাই আপনার উক্ত রোযা নষ্ট হয়নি। তা সহীহভাবে আদায় হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

احْتَجَمَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَهُوَ صَائِمٌ.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। (সহীহ বুখারী, হাদীস ১৯৩৯)

প্রকাশ থাকে যে, রোযা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে পড়া এবং রোযা রাখতে বেশি কষ্ট হওয়ার আশঙ্কা হলে বেশি ওজর ছাড়া রক্ত দেয়া মাকরূহ হবে। অবশ্য এমন আশঙ্কা না থাকলে রক্ত দিতে অসুবিধা নেই।

-কিতাবুল আছল ২/১৪৬; শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৩৭; ফাতাওয়া খানিয়া ১/২০৮; তাবয়ীনুল হাকায়েক ২/২৬৯; রদ্দুল মুহতার ২/৩৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন