রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

মাহদী হাসান - সাভার, ঢাকা

৫৫৫৫. প্রশ্ন

জানাযার নামাযে ইমাম সাহেব মায়্যেতের কোন্ বরাবর দাঁড়াবেন? এক্ষেত্রে পুরুষ-মহিলার কোনো পার্থক্য আছে কি না? অনেকে পার্থক্যের কথা বলেন। আমি জানতে চাচ্ছি, এক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি কী? জানিয়ে উপকৃত করবেন।

 

উত্তর

জানাযার নামাযে সুন্নাহসম্মত পন্থা হল, ইমাম মায়্যেতের সীনা বরাবর দাঁড়াবেন। পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রেই একই হুকুম প্রজোয্য।

ইমাম শাবী রাহ. বলেন-

يَقُومُ الّذِي يُصَلِّي عَلَى الْجِنَازَةِ عِنْدَ صَدْرِهَا.

যিনি জানাযার নামায পড়াবেন তিনি মায়্যেতের সীনা বরাবর দাঁড়াবেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, বর্ণনা ১১৬৬৭)

অনুরূপ হযরত ইবরাহীম নাখায়ী ও আতা রাহ. প্রমুখ তাবিয়ী থেকে এ বিষয়টি প্রমাণিত রয়েছে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, বর্ণনা ১১৬৭১-১১৬৭২)

-কিতাবুল আছল ১/৩৫১; বাদায়েউস সানায়ে ২/৪৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪; আলবাহরুর রায়েক ২/১৮৬; আদ্দুররুল মুখতার ২/২১৬; ইলাউস সুনান ৮/২৭৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন