রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

আবদুর রহমান - কুমিল্লা

৫৫৪৩. প্রশ্ন

আমি গতকাল পুরাতন ঢাকায় ছিলাম। সেখানে তখন বৃষ্টি হয়। এর কিছু সময় পর আমি অন্যত্র যাওয়ার জন্য বের হই। দেখি, রাস্তায় কাদা হয়ে আছে, দুপাশের ড্রেনের পানিও রাস্তায় উঠে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর তা চলে যায়। তবে কাদা তখনো শুকায়নি। তাই ঐ সময় চলতে গিয়ে আমার কাপড়ের নিচের দিকের অনেকাংশে সে কাদা লেগে যায়। উল্লেখ্য, রাস্তার সে কাদা ছিল সেখানকার ধুলোবালি, ড্রেনের কাদা নয়। মুহতারামের কাছে জানতে চাই যে, ঐ কাদা কি পবিত্র না অপবিত্র? তা নিয়ে কি আমি নামায পড়তে পারব?

উত্তর

রাস্তার কাদা নাপাক নয়। বিশেষত কাদায় নাপাকী দেখা না গেলে তা পবিত্র। সুতরাং তা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না। তাই এ অবস্থায় নামায পড়লে তা সহীহ হবে। তবে ধোয়ার সুযোগ থাকলে এমন ময়লা কাপড়ে নামায না পড়াই ভালো।

-কিতাবুল আছল ১/৫২; আলমাবসূত, সারাখসী ১/২১১; আততাজনীস ওয়াল মাযীদ ১/১৫৯; আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ২০; হালবাতুল মুজাল্লী ১/৫১৩; রদ্দুল মুহতার ১/৩২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন