রবিউল আউয়াল ১৪৪৩ || অক্টোবর ২০২১

রশিদ আহমদ - ঢাকা

৫৫৩৬. প্রশ্ন

আমার ভাই মারা যাওয়ার সময় তার উপর এক বছরের যাকাত ফরয ছিল। যা আদায় করার ব্যাপারে কাউকে কোনো কিছু বলে যাননি এবং কোনো ওসিয়তও করে যাননি। এখন তার ঐ এক বছরের যাকাতের কী হুকুম? তার পরিত্যক্ত সম্পত্তি থেকে কি উক্ত এক বছরের যাকাত আদায় করতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার ভাই তার অনাদায়ী যাকাত আদায় করার ব্যাপারে কাউকে কিছু বলেননি এবং কোনো ওসিয়তও করে যাননি, তাই তার ওয়ারিশদের জন্য তার পক্ষ থেকে উক্ত যাকাত আদায় করা ফরয নয়। তবে বালেগ ওয়ারিশগণ যদি স্বেচ্ছায় তাদের নিজেদের অংশ থেকে অথবা নিজ সম্পদ থেকে তার যাকাত পরিমাণ টাকা আদায় করে দেয় তবে তা উত্তম কাজ বলে বিবেচিত হবে। এবং এর দ্বারা আপনার ভাইয়ের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।

-বাদায়েউস সানায়ে ২/১৬৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৫; ফাতাওয়া খানিয়া ১/২৫৬; জামেউর রুমূয ১/৩৭২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩; রদ্দুল মুহতার ২/৩৫৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন