রবিউল আউয়াল ১৪৪৩ || অক্টোবর ২০২১

যাকারিয়া মাহমুদ - মাগুরা

৫৫৩০. প্রশ্ন

অনেককে দেখা যায় তারা জানাযা কাঁধে নিয়ে চলার সময় কালিমা শাহাদাত এবং এজাতীয় বিভিন্ন দুআ উচ্চৈঃস্বরে পড়ে। জানার বিষয় হল, জানাযা বহনের সময় এভাবে উচ্চৈঃস্বরে যিকির করার বিধান কী?

জানাযা বহন করার সময় উচ্চৈঃস্বরে যিকির করা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য।

উল্লেখ্য, জানাযা বহন করার সময় নীরব থাকা উচিত। তবে কেউ যিকির করতে চাইলে মনে মনে করবে।

হযরত কায়েস ইবনে উবাদা রাহ. বলেন-

كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم يَسْتَحِبُّونَ خَفْضَ الصوْتٍ عِنْدَ ثَلاَثٍ : عِنْدَ الْقِتَالِ، وَعِنْدَ الْقُرْآنِ، وَعِنْدَ الْجَنَائِزِ.

অর্থাৎ সাহাবায়ে কেরাম রা. তিন সময় আওয়াজ নীচু রাখতে পছন্দ করতেন।

১. যুদ্ধের সময়, ২. কুরআন তিলাওয়াতের সময় ও ৩. জানাযার সময়। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, আসার ১১৩১৩)

উত্তর

-বাদায়েউস সানায়ে ২/৪৬; মুখতারাতুন নাওয়াযিল ১/৪০৮; আলহাবিল কুদসী ১/২৬৩; ফাতহুল কাদীর ২/৯৭; আলবাহরুর রায়েক ২/১৯২; আদ্দুররুল মুখতার ২/২৩৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৩২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন