সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

খাইরুল ইসলাম - নরসিংদী

৫৫১২. প্রশ্ন

আমি আমার এক বন্ধুকে ফোন করে তার কাছে ৯ হাজার টাকা ঋণ চাই এবং তাকে একটি বিকাশ নাম্বার দিই। তখন সে ঐ নাম্বারে বরাবর ৯ হাজার টাকা পাঠায়। ক্যাশআউটের খরচ সে দেয়নি। আমি নিজ খরচে ক্যাশআউট করেছি। এখন জানার বিষয় হল, ১. ক্যাশআউটের খরচ পরিমাণ টাকা আমি কম পেয়েছি বলে ধর্তব্য হবে কি না? অর্থাৎ সরাসরি টাকা ফেরত দেওয়ার সময় ঐ পরিমাণ টাকা আমি কেটে রাখতে পারব কি না?

২. আমি যদি বিকাশের মাধ্যমে টাকা দিই তাহলে সেক্ষেত্রে ক্যাশআউটের খরচ আমার পক্ষ থেকে দিতে হবে কি না? নাকি বরাবর ৯ হাজার টাকা পাঠালেই চলবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধু থেকে যেহেতু ৯ হাজার টাকা ঋণ নিয়েছেন তাই পুরো ৯ হাজার টাকাই তাকে ফেরত দিতে হবে। আর আপনার জরুরতেই যেহেতু বিকাশের মাধ্যমে এ টাকা পাঠানো হয়েছে তাই এসংক্রান্ত খরচ অর্থাৎ ক্যাশআউটের খরচ আপনাকেই বহন করতে হবে। এ টাকার কোনো অংশ ঋণদাতার উপর চাপানো যাবে না। এমনকি পরিশোধের সময়ও বিকাশের মাধ্যমে পাঠালে এবং ঋণদাতা ক্যাশআউট করলে এর ক্যাশআউটের খরচও আপনাকেই বহন করতে হবে।

-আলমুহীতুল বুরহানী ১১/৩১৭; আলবাহরুর রায়েক ৭/২৮৩; আদ্দুররুল মুখতার ৫/৬৮২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন